আপনাদের নানা ঝামেলায় পড়তে হয় youtube unblock করতে। যেমন- বার বার ip change করতে problem || slow কানেক্টশন ইত্যাদি-ইত্যাদি । এসব বলে খতম করার নাম নাই।
কিন্তু আজ আপনাদের আমি যা gift করব তা কোন mega byte -এর বড় কোন software নয় বরং কাজ করতে ওয়েবসাইট unblock করতে বড়ই ওস্তাদ। এটি হল একটি ছোট্ট Add-ons যা, ইন্সটল করে একটি ক্লিক করবেন- অবশেষে আপনি নিজেই বলবেন “ ও আল্লাহ্, youtube খুইলা গেছে ”
এই KB এর Add-ons টি হল “Stealthy” || এই Add-ons খুবই কার্যকর পদ্ধতি youtube ও অন্য blocked ওয়েবসাইট গুলো unblock করতে। আপনারা বেশির ভাগ পাঠক Mozilla Firefox এবং Google Chrome ব্যবহার করেন। এজন্য Mozilla Firefox এবং Google Chorme এর জন্য StealthyAdd-ons নিয়ে এলাম। আপনদের যদি ইচ্ছা থাকে super speed এবং একটি ক্লিক করে youtube ব্যবহার করার তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন……..
Mozilla Firefoxব্যবহারকারী DOWNLOAD করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন—–
১/ প্রথমে ফায়ারফক্স open করে সেটিংস্ থেকে Add-ons Manager-এ যাবেন অথবা ctrl+shift+a চাপুন। Add-ons Manager ওপেন হলে,সেখানে Stealthyনামে সার্চ করুন অথবা নিচের LINK থেকে DOWNLOAD করুন***
DOWNLOAD লিঙ্ক — https://addons.mozilla.org/en-us/firefox/addon/stealthy/?src=userprofile
২/ ডাউনলোড করার পর Add-ons ইন্সটল হবে। ইন্সটল সম্পন্ন হলে তারপর ফায়ারফক্স restart করুন।
৩/ এখন firefox -এর ওপরে ডানে এই রকম (লাল) icon দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন দেখবেন (হলুদ) icon দেখতে পাবেন। আপনি ৩/৫ সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন (সবুজ) icon দেখা যাচ্ছে অর্থাৎ কাজ হয়েছে!!
৪/ এখন youtube ওপেন করুন অর্থাৎ , address bar -এ গিয়ে টাইপ করুন http://www.youtube.com || অবশেষে বলবেন “ ও আল্লাহ্, youtube খুইলা গেছে ” youtube-এর মজা!!
৫/ youtube || ইউটিউব ব্যাবহার বা কাজ শেষ হলে,আপনি Stealthyবাটনে ক্লিক করুন। সবুজ থেকে লাল হলে বুঝবেন আপনার ফায়ারফক্স এখন স্বাভাবিক অবস্থায় আছে।
0 comments:
Post a Comment